ষষ্ঠীতে বোধন পূজার মধ্য দিয়ে সারা দেশেও শুরু হলো দুর্গাপূজা।
এবার রাজশাহী জেলা ও মহানগরীর ৪০০ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে বেলতলায় ঘট বসিয়ে দেবী দুর্গার মহাষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়।
করোনার কারণে এবার সীমিত পরিসরে পূজার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হচ্ছে সবাইকে। এবার উৎসব নয়, দেবী দুর্গার কাছে করোনামুক্তির প্রার্থনা করা হচ্ছে।
বরিশালে সকাল থেকে ঢাকের বাদ্যে মুখর হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গন। বরিশাল শহরে ৪২টিসহ জেলায় এ বছর ৬১৭টি মন্ডপে পূজা হচ্ছে। তবে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ায় বিঘ্ন ঘটিয়েছে আনুষ্ঠানিকতায়। করোনা সংকটে এবছর কোথাও জাঁকজমকপূর্ণ কোন আয়োজন নেই বরিশালে।
চট্টগ্রামে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে মন্ডপগুলোতে শুরু হয়েছে ষষ্ঠী পূজার আয়োজন। তবে বিভিন্ন বিধি নিষেধের কারণে অন্যান্য বছরগুলোর চেয়ে এবার মন্ডগুলোতে উৎসাহ উদ্দীপনা কিছুটা কম।