বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

দেশকে মুক্তিযোদ্ধা বনাম রাজাকারে বিভক্ত করে রেখেছিলেন হাসিনা: ভোলায় নাহিদ

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫ ০৬:০২:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "গত ৫০ বছর ধরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার- এই দুই ভাগে দেশকে বিভাজন করে রেখেছিলেন শেখ হাসিনা। চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই বিভাজনকে তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়েছি।"

আজ মঙ্গলবার (১৫ই জুলাই) দুপুর ৩টায় ভোলার নতুন বাজার প্রেসক্লাব চত্বরে 'বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে' আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। দেশব্যাপী পদযাত্রা ও পথ সমাবেশের ১৫তম দিনে এনসিপির কেন্দ্রীয় নেতারা ভোলায় এই কর্মসূচিতে অংশ নেন।

 

নাহিদ ইসলাম বলেন, "আমরা নতুন বাংলাদেশ, একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সর্বজনীন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছি। যে বাংলাদেশ হবে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত ও আম-জনতার বাংলাদেশ, ভোলাবাসীর বাংলাদেশ।" তিনি আরও বলেন, "যুগের পর যুগ ধরে ভোলাবাসীকে সকল উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমরা সেই দূরত্ব ঘোচাতে এসেছি। ভোলাবাসীর সাথে আমাদের আর কোনও দূরত্ব থাকবে না।"

 

সমাবেশে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, "এই সরকার মৌলিক সংস্কারের জন্য যেসব কাজ করার কথা ছিল, সেই কাজ তারা ঠিকমতো করছে না। এই সরকারকে আমাদের নতুন করে বানাতে হবে, জনগণের সরকার বানাতে হবে। এরপর আমরা নতুন করে নতুন কাঠামো তৈরি করব।"

 

এর আগে, দলের কেন্দ্রীয় নেতারা বরিশাল থেকে ফেরিযোগে ভোলায় পৌঁছান। দুপুর দেড়টায় ভেদুরিয়া ফেরিঘাট থেকে তাদের পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি ভোলা সদর রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। ভোলার কর্মসূচি শেষে বিকেলে তারা বরিশালের উদ্দেশে রওনা হন।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন