বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না। ডেস্কটপ অথবা মোবাইলে লগইন থাকা অবস্থা থেকে হঠাৎ করেই লগ আউট হয়ে যাচ্ছে। চেষ্টা করেও লগইন করা যাচ্ছে না। তবে কী কারণে এমনটি হয়েছে তার তথ্য ফেসবুক কর্তৃপক্ষ মেটা এখনও জানায় নি।
মঙ্গলবার (৫ মার্চ) রাত নয়টার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ফেসবুক ব্যবহারকারীরা এ সমস্যার সম্মুখিন হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি ব্যবহার করা যাচ্ছে না মেসেঞ্জারও। মেটার ওয়েবসাইটেও এ প্রতিবেদন (রাত ৯টা ৪০ মিনিট) লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো কিছু বলা হয় নি।
রাত সাড়ে নয়টার দিকে ডাউন ডিটেক্টর নামে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট বলছে, ফেসবুক পুরোটা ডাউন হয়ে গেছে। এতে দেখা গেছে ৭২ শতাংশ সমস্যা হচ্ছে লগইন করতে। এছাড়া অ্যাপে সমস্যা হচ্ছে ১৯ শতাংশ। আর ওয়েবসাইটে সমস্যা দেখা গেছে ৯ শতাংশ। ধীরে ধীরে এ সমস্যা বাড়ছে বলে জানিয়েছে প্রযুক্তিভিত্তিক এ প্রতিষ্ঠান। সর্বশেষ (রাত ১০টা) ওয়েবসাইটটিতে দেখা যাচ্ছে, বিশ্বজুড়ে ফেসবুকে লগইন করতে সমস্যা হচ্ছে ৭৫ শতাংশ। আর অ্যাপে সমস্যা হচ্ছে ১৭ শতাংশ। আর ওয়েবসাইটে সমস্যা হচ্ছে ৮ শতাংশ।
ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।
ডিবিসি/কেএলডি