আবহাওয়া, বাংলাদেশ

দেশজুড়ে বইছে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১১ই জুন ২০২৫ ০৫:৪৮:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলাসহ রংপুর বিভাগের অধিকাংশ, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কোথাও কোথাও তাপমাত্রা কমতে পারে। এছাড়া আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

 

তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

 

ডিবিসি/এনএসএফ 

আরও পড়ুন