মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী পাঁচদিনের শেষের দিকে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ ও প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৫ই জুলাই) অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, কাল বুধবার (১৬ই জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সময়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে, অর্থাৎ বৃহস্পতিবার (১৭ই জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এই সময়ে সারাদেশের যেকোনো স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ই জুলাই) পর্যন্ত ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। একইসাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময়ে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার (১৯শে জুলাই) এবং শনিবার সন্ধ্যা থেকে রবিবার (২০শে জুলাই) পর্যন্ত বৃষ্টিপাতের ধরন পরিবর্তন হবে। শুক্রবার ও শনিবার ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং শনিবার ও রবিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে দেশের অন্যত্র বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ডিবিসি/এএমটি