বাংলাদেশ, রাজধানী

দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি, সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৮ই এপ্রিল ২০২৫ ০১:০০:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। পাশাপাশি বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর পর বেড়েছে সরবরাহ। নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

শুক্রবার (১৮ই এপ্রিল) সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কিছুদিন আগে বোতলজাত সয়াবিনের তেলের যে ঘাটতি ছিল তা কেটে গেছে। এখন সব দোকানেই পর্যাপ্ত বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন, দাম বাড়ানোর পরপরই ১৮৯ টাকা লিটারের সয়াবিন তেল শতভাগ সরবরাহ করছে কোম্পানিগুলো। নতুন দামে পাঁচ লিটারের বোতল হয়েছে ৯২২ টাকা।

 

এদিকে বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি। এছাড়া মসুরের ডাল মানভেদে ১০৫ থেকে ১৩৫, খোলা চিনি ১১৬ থেকে ১১৮ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ কেজি আর ডিম বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা ডজন।

 

নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। তারা বলছেন, বাজারে আসলেই শুনতে হচ্ছে কোনো না কোনো পণ্যের দাম বেড়েছে। এবার দেখা গেল দাম বৃদ্ধি করতে তেলের ক্রাইসিস তৈরি করেছে কোম্পানিগুলো। দাম দৃদ্ধির পর এখন হাতের নাগালেই পাওয়া যাচ্ছে এসব বোতলজাত তেল।

 

ডিবিসি/অমিত

আরও পড়ুন