বাংলাদেশ, জাতীয়, অর্থনীতি

দেশের ইতিহাসে সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৬ হাজার ছাড়াল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। অতীতের সব রেকর্ড ভেঙে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত এই মূল্য দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস মূল্যবৃদ্ধির এ তথ্য নিশ্চিত করেছে।

 

নতুন এই সিদ্ধান্তের ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ১৯৯ টাকা। বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির কারণ হিসেবে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে, গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। টানা দুই দিন দাম বাড়ার ফলে স্বর্ণের বাজারে নতুন এই রেকর্ড সৃষ্টি হলো।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন