বাংলাদেশ, রাজনীতি

দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে শহিদ আবু সাঈদের মতো বুক পেতে দিতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জের জাফরপুর বামনপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


শহিদ আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, জীবন যাবে, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। দেশের এক ইঞ্চি জমির সম্মানও কারও কাছে বন্ধক রাখা হবে না। শহিদরা আমাদের ঋণী করে গেছেন; তাদের রেখে যাওয়া আমানত রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।


তিনি আরও উল্লেখ করেন, আবু সাঈদসহ অন্য শহিদদের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়া। যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। সেই লক্ষ্য বাস্তবায়নে জামায়াত অঙ্গীকারবদ্ধ।


বক্তব্যে রাজনৈতিক সমঝোতার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির জানান, দেশে বিভক্তির রাজনীতির অবসান ঘটাতে ১০টি দল ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বলেন,  দেশের ৩০০ আসনেই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জোটের প্রার্থী দেওয়া হয়েছে। পীরগঞ্জ আসনে জোটের পক্ষ থেকে একজন বিশিষ্ট আলেম ও মুফাসসিরে কোরআনকে মনোনীত করা হয়েছে।


কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলবিনিময় করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন