আবহাওয়া, বাংলাদেশ

দেশের নানা প্রান্তে চলছে মৃদু শৈত্যপ্রবাহ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পৌষের বিদায় ও মাঘের শুরুতে দেশের নানা প্রান্তে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে গেছে।

দীর্ঘ সময় শীতের আবহাওয়া থাকায় ঠান্ডাজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বাড়ছে।

 

আজ সকালে ঠাকুরগাঁওয়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, চুয়াডাঙ্গায় টানা ৮ দিন শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা বাড়লেও পুনরায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, যেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

কুড়িগ্রামে ঘন কুয়াশা কিছুটা কমলেও মাঘের কনকনে ঠান্ডা কমেনি। দিনে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা বাড়েনি, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন