বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৮ই জুলাই) থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।
সোমবার (৭ই জুলাই) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের পরিবর্তন বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা অপরিবর্তিত রয়েছে।
উল্লেখ্য, গত ২ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তার আগে ২৯ জুন ও ২৫ জুন দু'দফা স্বর্ণের দাম কমানো হয়েছিল। এই দাম কমানোর আগে ১৪ জুন, ৬ জুন, ২২ মে এবং ১৮ মে - এই চার দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।
ডিবিসি/আরএসএল