বিবিধ

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিলো বাজুস

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৫০৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

নতুন এই দাম মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে এবং দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। 

 

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে।


ডিবিসি/এমইউএ

আরও পড়ুন