খেলাধুলা, ফুটবল

আর্জেন্টিনার মাটিতে কাল শেষ হচ্ছে লিওনেল মেসির অধ্যায়

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৫:৪৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা, কারণ দেশের মাটিতে এটিই লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা।


৩৮ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি যখন আজ মাঠে নামবেন, তখন গ্যালারিতে উপস্থিত থাকবেন তার স্ত্রী, সন্তান, বাবা-মা এবং ভাইবোনসহ পুরো পরিবার। ম্যাচটি তাই তার জন্যেও অত্যন্ত বিশেষ।

 

গত সপ্তাহে এই ম্যাচটি নিয়ে কথা বলতে গিয়ে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি বলেন, 'এটা আমার জন্য খুব স্পেশাল হতে চলেছে কারণ এটি আমার শেষ বাছাইপর্বের ম্যাচ হবে। এরপর আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কিছু থাকবে কি না, আমি জানি না।' যদিও এটি তার শেষ ম্যাচ নয়, তবুও তার এই উক্তিকে ঘিরে ভক্তদের মধ্যে আবেগের স্রোত বইছে।

 

এদিকে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও এই ম্যাচটিকে 'আবেগঘন, বিশেষ এবং সুন্দর' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'আমাদের এই মুহূর্তটা উপভোগ করতে হবে। আমি নিজে সবচেয়ে বেশি উপভোগ করব। তাকে কোচিং করাতে পারাটা আমার জন্য একটা বিরাট সম্মানের বিষয়। আশা করি, স্টেডিয়ামে আসা ভক্তরাও তাকে প্রাণভরে উপভোগ করবে, কারণ এর পুরোটাই তার প্রাপ্য।'

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন