বাংলাদেশ, জাতীয়

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ০৪:১৭:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি।

শুক্রবার (১লা আগস্ট) সকালে রাজধানীর বেইলি রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান। এর আগে হোয়াইট হাউস থেকে বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্কের তালিকা প্রকাশ করা হয়, যা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স প্রতিবেদন প্রকাশ করে।


নতুন করে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, ‘২০ শতাংশ শুল্কের সঙ্গে অন্য কোন শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজিকরণ করা হবে। প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সঙ্গে কাছাকাছি শুল্ক থাকায় বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকছি না। পাশাপাশি বাণিজ্য ঝুঁকিও কমে যাচ্ছে।’

 

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তা আরও কমিয়ে আনা হবে।’

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন