বিবিধ, স্বাস্থ্য

দেশের ৪ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৬ই মে ২০২৫ ০৯:১৭:৪৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের ৪ কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। যা বিভিন্ন ধরনের অসংক্রামক রোগের অন্যতম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, ওষুধ খাওয়া সত্ত্বেও রোগ নিয়ন্ত্রণ করতে পারছেন না ৮৫ শতাংশ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, কেবল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যু অনেকটা কমিয়ে আনা সম্ভব।

রোগ নিয়ন্ত্রণ করতে পারছেন না দেশের ৮৫ শতাংশ মানুষ। অসংক্রামক রোগে মৃত্যু কমিয়ে আনতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের তাগিদ বিশেষজ্ঞদের। স্বাভাবিক অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তচাপ ১২০/৮০ মিলিমিটার ধরা হয়ে থাকে। এর মাত্রা অস্বাভাবিক বেশি হলে বুঝতে হবে তিনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। এ রোগের কোন উপসর্গ না থাকায় একে নীরব ঘাতকও বলা হয়ে থাকে।

 

জনস্বাস্থ্যবিদরা বলছেন, অনিয়ন্ত্রিত খ্যাদাভাস ও  জীবনাচরণ, বায়ু দূষণ উচ্চ রক্তচাপের ঝুকিঁ বাড়ায়। মানুষকে সচেতন করে এই রোগের প্রকোপ ও ঝুকিঁ কমিয়ে আনা সম্ভব।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে, বর্তমানে দেশের মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। তাদের মধ্যে অর্ধেক মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। ২০১৯ সালে প্রায় তিন লাখ মানুষের মৃত্যুর পেছনে উচ্চ রক্তচাপজনিত কারণ ছিল ৫৪ শতাংশ ।

 

সর্বশেষ জনমিতি ও স্বাস্থ্যজরিপ বলছে, প্রতি ১০টির মধ্যে ৭টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হলেও উচ্চ রক্তচাপ নির্ণয় ও ব্যবস্থাপনা গাইডলাইন রয়েছে মাত্র ১৭ শতাংশ স্বাস্থ্যকেন্দ্রে। 


স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসুচির অধীনে দেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের ওষুধের তালিকায় উচ্চ রক্তচাপের ওষুধ অন্তর্ভুক্ত করা হলেও বাজেটের অভাবে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। ৱ

 

ডিবিসি/এমএ

আরও পড়ুন