দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নতুন করে কারো দেহে করোনা শনাক্ত হয়নি। এ নিয়ে চলতি বছরে (জানুয়ারি থেকে) করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।
রবিবার (১৩ই জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও রিপোর্ট পজিটিভ আসেনি। ফলে দৈনিক শনাক্তের হার ছিল শূন্য শতাংশ।
এতে আরও বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৭৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ০৪ শতাংশে।
উল্লেখ্য, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর, ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। করোনা মহামারি চলাকালীন ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু দেখে বাংলাদেশ।
ডিবিসি/আরএসএল