বাংলাদেশ, রাজনীতি

দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিউটে বিএনপির 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

 

তারেক রহমান বলেন, দেশে কোনও জবাবদিহিতা না থাকায় বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। মানুষ বেঁচে আছে না মরে গেছে কোনও জবাবদিহিতা ছিল না। একমাত্র গণতন্ত্রই পারে দেশে, সমাজে ও রাষ্ট্রে জবাবদিহিতা নিশ্চিত করতে। জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত সরকার। দেশের জন্য যা কিছু ভালো তা করতে পারে একমাত্র নির্বাচিত সরকার।

 

দেশে নানা বিষয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায় সেই চেষ্টা চলছে। ২০২৪ সালের ৫ই আগস্টের আন্দোলনে মাস্টারমাইন্ড হচ্ছে এই দেশের মানুষ। এই আন্দোলনের মাস্টারমাইন্ড একজন গৃহবধূ, একজন রিকশাচালক, সিএনজিচালক, বাসের হেলপার, ছাত্র-জনতা, মাদরাসার ছাত্ররা।

 

তিনি বলেন, এই দেশে একটি জবাবদিহিতার সরকার আসতে হবে। জবাবদিহিতার সরকার থাকলেই ধীরে ধীরে শুভ পরিবর্তন ঘটা শুরু হবে। গত ১৬ বছর ধরে আমি ভালো, আর সব খারাপ কালচার গড়ে উঠেছে। এখন মনে হচ্ছে ৫ তারিখের পরে সেটির পরিবর্তন হয়নি। কিন্তু এটির পরিবর্তন হওয়া অত্যন্ত দরকার।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন