বাংলাদেশ, জাতীয়

'দেশে জমি নিবন্ধনের সময় ফাঁকি দেয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশে জমি নিবন্ধনের সময় প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম মূল্য দেখিয়ে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।

যেখানে জমির কাঠাপ্রতি বাজারমূল্য ৫০ লাখ টাকা, সেখানে দেখানো হচ্ছে মাত্র ৫ লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক মূল্য নির্ধারণ করা গেলে এই খাত থেকে বছরে ৫ লাখ কোটি টাকার রাজস্ব আয় সম্ভব।

 

এই অনিয়ম ও জাল-জালিয়াতি রোধে ২১ বছর পর নিবন্ধন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সলিসিটর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আইন কমিশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা দুর্নীতি রোধে কঠোর সাজার বিধান রাখার পক্ষে মত দেন। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ছাড়া নিবন্ধন অফিসে ফাইল নড়ে না এবং বালাম বইতে নাম ওঠাতে বছরের পর বছর ঘুরতে হয়।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন