অর্থনীতি

দেশে পেনথিওন এর যাত্রা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

শনিবার ১০ই মে ২০২৫ ০৯:৫৮:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড পেনথিওন। শুক্রবার (৯ই মে) ঢাকায় উদ্বোধন হয়েছে পেনথিওনের জুতার প্রিমিয়ার শো রুম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল বিউটি আইকন মিস ইউনিভার্স আমেরিকাস তাতিয়ানা ক্যালমেল।

গুলশান এভিনিউর আর ডি সেন্টারে অবস্থিত এই শো রুমে নামকরা ব্র্যান্ডের পাশাপাশি নানা ধরণের স্টাইলিশ জুতা মিলবে। চামড়ার পাশাপাশি সোনালী আঁশ পাটের বৈচিত্র্যময় ব্যবহারে তৈরি জুতার দারুণ সংগ্রহ থাকছে এ শো রুমে।

 

এ ব্যাপারে পেনথিওন বাংলাদেশের স্বত্ত্বাধিকারী আয়ান আরিব আমান বলেন, ‘দেশের ফ্যাশন সচেতন মানুষের জন্য পেনথিওনের বিশ্বমানের জুতা আনতে পেরে আমি আনন্দিত। দ্রুত বেড়ে ওঠা বাজার ও ফ্যাশন সচেতন মানুষের চাহিদার দিকটি বিবেচনা রাখার অংশ হিসেবেই আমাদের এই প্রয়াস।’

 

আমারো ও মুচি ব্র্যান্ডকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে যাওয়ার পরিকল্পনা আছে এ প্রতিষ্ঠানের। ফুটওয়্যার শো নিউ ইয়র্ক এক্সপোতে অংশ নেবে এই প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ফ্যাশন, মিডিয়া জগতের পাশাপাশি ব্যবসায়ী ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। প্রিমিয়াম লাইফ স্টাইল পণ্য নিয়ে বাংলাদেশ ও দক্ষিন এশিয়ায় দীর্ঘদিন কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো পেনথিওন।

আরও পড়ুন