দেশের চায়ের রাজধানী সিলেট। চায়ের দেশে, চায়ের জন্মভূমি চীনের সাথে যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হলো চা প্রদর্শনী।
মঙ্গলবার (২০শে মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনীতে দেশীয় ১৭টি চা বাগান ও আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান, ৩টি চীনা প্রতিষ্ঠান ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ১টি স্টল স্থান পায়। পারস্পরিক তত্ব ও কারিগরী বিষয়গুলো উন্নয়নে সহায়ক, এমনটাই মনে করেন শিক্ষার্থীরা। বাংলাদেশ ও চীনের মধ্যে টি বাণিজ্য সম্প্রসারণের কৌশল বিষয় উঠে আসে সেমিনারে।
চা প্রদর্শনীর আয়োজন কেবল একটি প্রদর্শনী নয়, বরং এটি একটি বৃহৎ সম্ভাবনার মঞ্চ যেখানে দেশি চা শিল্প আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংযুক্ত হওয়ার ক্ষেত্র সৃষ্টি হবে, প্রত্যাশা জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে চীনা প্রতিনিধি ও সিলেটের চা সম্প্রদায়ের পরিবেশনা সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে সকলকে।
ডিবিসি/নাসিফ