বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান যদি দেশে ফিরে ক্রিকেট খেলে অবসর নিতে চান, তবে তাকে জুলাই বিপ্লব ও সেই বিপ্লবে শহীদদের প্রতি অনুশোচনা প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর।
সম্প্রতি সাকিব আল হাসান দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। সাকিবের এই প্রত্যাশা কতটা যৌক্তিক এবং পূরণ করা সম্ভব, সেই প্রশ্নের জবাবে আসিফ আকবর স্পষ্ট জানিয়েছেন, রাজনীতি ও মাঠের ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।
বিসিবি পরিচালক আসিফ আকবর মনে করেন, জন্মসূত্রে সবার রাজনীতি করার অধিকার রয়েছে, তবে খেলোয়াড় হিসেবে রাজনীতির জন্য সঠিক সময় বেছে নেওয়াটা জরুরি ছিল, যা করতে সাকিব ভুল করেছেন। তিনি বলেন, সাকিবের উচিত দায় স্বীকার করে এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে দেশে ফেরা। সাকিবের নিরাপত্তা এবং দেশে ফেরার বিষয়টি এখন তার রাজনৈতিক অবস্থানের ওপরই অনেকাংশে নির্ভর করছে।
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে সারা দেশ ঘুরে আসিফ আকবর তৃণমূল ক্রিকেটের করুণ চিত্র দেখতে পেয়েছেন। তার মতে, গত ১৫ বছরে তৃণমূলের ক্রিকেটের কোনো খোঁজখবর নেওয়া হয়নি, যার ফলে ক্রিকেট কাঠামো এখন ধ্বংসের মুখে।
নাজমুল হাসান পাপনের আমলে শুধুমাত্র জাতীয় দলকে হাইলাইট করা হতো এবং ক্রিকেটের যে উন্নয়নের কথা প্রচার করা হতো, তা ছিল ভুয়া বা 'ফেইক'। দেশের তৃণমূল ক্রিকেটের এই দুরবস্থার জন্য পাপনদের কমিটি কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন আসিফ।
ডিবিসি/এএমটি