দেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। কাউকে সুযোগ দিতে নির্বাচন পেছানো হচ্ছে কি না এমন প্রশ্নও তোলেন তারা। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করছে।
শুক্রবার (১৬ই মে) কেন্দ্রীয় শহিদ মিনারে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বিএনপির নেতা কর্মীরা। এসময়ে গত সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যে জনজাগরণ ঘটেছে তা অব্যহত রাখারও আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ বিতাড়িত হলেও এখনও দেশের সংকট কাটেনি। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। দেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।
এদিকে জাতীয় প্রসক্লাবে অন্য এক আয়োজনে দলটির আরেক নেতা নজরুল ইসলাম খান প্রশ্ন তোলেন, কাউকে সুযোগ দিতে নির্বাচন পেছানো হচ্ছে কি না? তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই।
ডিবিসি/অমিত