দেশ এক অনিশ্চিত অবস্থায় আছে এবং কোনদিকে যাচ্ছে কেউ জানে না, এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার ব্যাপারে সংশয় তৈরি হয়েছে।
রবিবার (১৮ই মে) রাজধানীর বনানী হোটেল সারিনায় নিজ অফিসে সাংবাদিকদের তিনি বলেন, সংস্কারের নামে ধোঁয়া তুলে নির্বাচন পেছানো হচ্ছে। সংস্কার প্রস্তাবে যে কয়টি বিষয়ে ঐকমত্য হয়েছে তার ভিত্তিতেই সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার কোনো লক্ষণ দেখছেন না বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনে দেরি হলে দেশে সংকট আরও বাড়বে এবং নির্বাচন ডিসেম্বর নয়, আগস্ট-অক্টোবরের মধ্যেই সম্ভব বলেও মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশে করিডোর, চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের দেয়া এসব কাজের মধ্যে দিয়ে সরকার দেশকে বিপদে ফেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতারা।
ডিবিসি/ রাসেল