বাংলাদেশ, রাজনীতি

দেশ ও জাতির প্রত্যাশা পূরণে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া: রিজভী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‘বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সামনে থেকে নেতৃত্ব দেবেন। তাদের মতে, দেশের স্বার্থে আপসহীন নেত্রী খালেদা জিয়ার প্রতি জনগণের শ্রদ্ধা-ভালোবাসা ও দোয়া বৃথা যেতে পারে না। দলের নেতারা তার অসুস্থতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দায়ী করেন।’

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বুধবার (৩রা ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষকদল দোয়া মাহফিলের আয়োজন করে।

 

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ-স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আপস করেননি বলেই বিএনপি চেয়ারপারসনের প্রতি সবার এত শ্রদ্ধা-ভালোবাসা।


সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন দোয়া মাহফিলের আয়োজন করে। 

 

এসময় বক্তারা বলেন, দেশের কল্যাণ আর মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন বেগম খালেদা জিয়া। জাতীয় প্রেসক্লাবের সামনেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে ফ্যাসিবাদ সরকারের জেল জুলুম ও নির্যাতন সহ্য করতে হয়েছে বেগম জিয়াকে। দ্রুত বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে উঠুন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতারা।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন