দোষারোপের রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে এক দল আরেক দলের সমালোচনা ও দোষারোপ করে আসছে, কিন্তু এতে মানুষের পেট ভরে না। মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় রাজনীতি এবং এই ধারায় পরিবর্তন প্রয়োজন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোরে শিশু আফিয়ার পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি রাজনীতির সেই গুণগত পরিবর্তনের সূচনা করেছে। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষের জীবনমান উন্নয়ন।
তিনি প্রতিশ্রুতি দেন, আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে অসহায় পরিবারগুলোর জন্য সেবা নিশ্চিত করা হবে। এ সময় নতুন ঘর পেয়ে শিশু আফিয়ার মা মনিরা খাতুন আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বিএনপি চেয়ারম্যানসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডিবিসি/এনএসএফ