বাংলাদেশ, জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফিসহ ৫ জন

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

সোমবার ২২শে জানুয়ারী ২০২৪ ১১:১০:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২)। সংসদ সচিবালয় সূত্রে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয় চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগ দেওয়া হবে, পরে সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

মাশরাফি ছাড়া যারা হুইপ হচ্ছেন তাদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম, জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মহামুদ স্বপন এবং কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন