খেলাধুলা, ক্রিকেট

২য় টেস্টের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে এপ্রিল ২০২৫ ১২:২৫:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে চট্টগ্রামে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের দলের খেলোয়াড়েরা। এদিকে বাংলাদেশের হয়ে দ্বিতীয় টেস্ট খেলার জন্য দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।

শনিবার (২৬শে এপ্রিল) সকালে জিম্বাবুয়ে দল অনুশীলন শুরু করে। এরপর দুপুরে শুরু হয়েছে বাংলাদেশের অনুশীলন। এর আগে চট্টগ্রাম বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল পৌঁছে। সিলেট থেকে চার্টার্ড ফ্লাইটে বন্দরনগরীতে পৌঁছায় দুই দল।

 

সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটে হেরে সিরিজের ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে হার এড়াতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই শান্তদের। দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন। দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। এছাড়াও প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। পিএসএল খেলতে যাওয়ায় দলে নেই পেসার নাহিদ রানা। এছাড়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার জাকির হাসান।

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন