আন্তর্জাতিক

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হলেন গুতেরেস

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১৯শে জুন ২০২১ ০২:৫৩:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেলেন আন্তোনিও গুতেরেস।

শুক্রবার গুতেরেসকে আরও পাঁচ বছরের জন্য পদে বহাল রাখতে জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্র এই নিয়োগ দেয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০২২ সালের পহেলা জানুয়ারি থেকে গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শুরু হবে। নিয়োগ পাওয়ার পর তিনি বলেন, ছোট-বড় সব দেশের মধ্যে আস্থার সম্পর্ক ও সেতুবন্ধন নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন তিনি।  

চলতি মাসের শুরুর দিকে তাকে আরেক মেয়াদে রাখতে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করেছিল নিরাপত্তা পরিষদ। ২০১৭ সালে বান কি-মুনের পর জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছিলেন আন্তোনিও গুতেরেস। 

১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন এবং ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান।

আরও পড়ুন