কোনো ধর্মকে কটাক্ষ করে বক্তব্য, বিবৃতি ও প্রচারণা চালানো উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড সামাজিক শান্তি ও সৌহার্দ্য বিঘ্নিত করে, যা দেশ ও জাতির জন্য কখনোই কল্যাণকর হতে পারে না।
বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এবং বিশ্বের অন্যান্য দেশের মতো এখানেও বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ বসবাস করে। এ বিষয়গুলো বিবেচনায় রেখে সবাইকে নাগরিক দায়িত্ব পালন করার আহ্বান জানান জামায়াতের আমির।
ডিবিসি/এএমটি