বাংলাদেশ, রাজনীতি

ধর্মকে ব্যবহারকারী অন্ধকারের শক্তি মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১১ই ডিসেম্বর ২০২৫ ০৪:৫৭:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনের মাঠে ধর্মকে ব্যবহার করে অন্ধকারের একটি শক্তি মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এই অপশক্তির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ই ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির ৫ম দিনের আয়োজনে তিনি এসব কথা বলেন।

 

মির্জা ফখরুল অভিযোগ করেন, নতুন একটি রাজনৈতিক দলের নেতৃত্বে গঠিত জোট বিএনপিকে সংস্কারবিরোধী দল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে।

 

তিনি বলেন, এবারের নির্বাচন পেছনে টেনে নেয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।

 

এদিকে, কৃষকদলের নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

 

পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক দেশ গড়বে। তিনি আরও জানান, জনগণের আকাঙ্ক্ষিত রাষ্ট্র গড়তে তারেক রহমান নেতৃত্ব দেবেন।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন