ধানের চারা খেয়ে ফেলার অভিযোগে এক অভিনব কাণ্ড ঘটিয়েছেন সুনামগঞ্জের কৃষক মকবুল হোসেন। ফসলের ক্ষতি সইতে না পেরে তিনি অভিযুক্ত গরুটিকেই ধরে সোজা থানায় হাজির করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মকবুল হোসেন জানান, প্রতিবেশী লিয়াকত আলীর একটি গরু গত এক সপ্তাহ ধরে তার জমিতে রোপণ করা প্রায় দুই হাজার টাকার ধানের চারা খেয়ে নষ্ট করে। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার স্থানীয়দের কাছে বিচার চাইলেও কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত গরুসহ সুনামগঞ্জ সদর থানায় হাজির হয়ে মৌখিক অভিযোগ করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, অভিযোগ পাওয়ার পর গরুর মালিক লিয়াকত আলীকে থানায় ডেকে আনা হয়। উভয় পক্ষের কথা শুনে তাৎক্ষণিকভাবে বিষয়টির মীমাংসা করা হয়। গরুর মালিক ক্ষতিপূরণ হিসেবে মকবুল হোসেনকে দুই হাজার টাকা প্রদান করেন এবং ভবিষ্যতে গরু ছেড়ে দিয়ে অন্যের ফসল নষ্ট করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
ডিবিসি/এফএইচআর