ধানের শীষে ভোট দেয়ার পাশাপাশি গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’–এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে তারেক রহমান বলেন, আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই সনদকে সম্মান করতে হবে। সে জন্যেই আপনাদের সকলকে অনুরোধ করব- ধানের শীষে যেমন সিলটা দেবেন ১২ তারিখে। একই সাথে দ্বিতীয় যে ব্যালট পেপারটা দিবে হ্যাঁ এবং না-এর, সেখানে হ্যাঁ-এর পক্ষে আপনারা রায় দেবেন।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে গরিব অঞ্চল বলা হলেও এটি অত্যন্ত সম্ভাবনাময়। তিনি প্রতিশ্রুতি দেন, রংপুরকে ঢেলে সাজানো হবে এবং এখানে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তুলে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে, যা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি তাদের পরিকল্পনার কথা জানতে চান। জবাবে জনতা ‘ধানের শীষ’ স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
ডিবিসি/আরএসএল