বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী এবং 'বিষাদ সিন্ধু'র রচয়িতা মীর মশাররফ হোসেনের স্মৃতি বিজড়িত রাজবাড়ীর বালিয়াকান্দির স্মৃতিকেন্দ্রটি অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে।
২০০১ সালে পদমদি গ্রামে ১ একর ৮৪ শতাংশ জমির ওপর নির্মিত এই কমপ্লেক্সটি বর্তমানে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।
কমপ্লেক্সটিতে সমাধিসৌধ, গ্রন্থাগার, পাঠকক্ষ ও সংগ্রহশালাসহ ১৫টি কক্ষ থাকলেও এগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকে। ভবনের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে এবং ছাদ চুঁইয়ে পড়া বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে ভেতরের আসবাবপত্র।
জনবল সংকট, নিরাপত্তার অভাব এবং সংস্কারের অভাবে একসময়ের জনমুখর এই স্থানটিতে এখন দর্শনার্থী নেই বললেই চলে। বৈদ্যুতিক বাতিসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে গেছে এবং রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।
স্মৃতিকেন্দ্রের নিম্নমান সহকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম উজ্জল এসব সমস্যার কথা স্বীকার করেছেন। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানিয়েছেন, স্মৃতিকেন্দ্রটি সংস্কারের জন্য বাংলা একাডেমিতে চিঠি পাঠানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সংস্কারের মাধ্যমে মহীরুহ এই কথাশিল্পীর স্মৃতি রক্ষা করা হোক।
ডিবিসি/এনএসএফ