নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ জন সদস্যসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নীলসাগর ও পোরশা আবাসিক হোটেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা উদ্ধার করা হয়।
এনএসআই ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জন প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য, ৫ জন পরীক্ষার্থী এবং ১ জন অভিভাবক রয়েছেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
ডিবিসি/কেএলডি