নওগাঁয় ছাত্র ও সাধারণ জনতার বাধার মুখে পণ্ড হয়ে গেছে জাতীয় পার্টির একটি গোপন বৈঠক।
দুপুরে শহরের মাস্টাপাড়া এলাকায় নওগাঁ জেলা জাতীয় পার্টির আহবায়ক তোফাজ্জল হোসেনের চেম্বারে নেতাকর্মীরা এই বৈঠকের জন্য সমবেত হয়েছিলেন।
গোপনে বৈঠকের খবর ছড়িয়ে পড়লে সেখানে দ্রুত জড়ো হন ছাত্র ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে জাতীয় পার্টির নেতাকর্মীরা তোপের মুখে স্থান ত্যাগ করতে বাধ্য হন। এ সময় বিক্ষুব্ধ জনতা জাতীয় পার্টির বিভিন্ন ছবি ও ফেস্টুন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করে।
ডিবিসি/এসএফএল