বাংলাদেশ, জেলার সংবাদ

নওগাঁয় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ০১:১৭:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যৌতুক না পেয়ে স্ত্রীকে কাঠের খাটিয়ার আঘাতে হত্যার দায়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯শে জুলাই) দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আসামছ জগলুল হোসেন এই রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে।

 

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ইকবাল জামিল চৌধুরী লাকি বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৫ সালের ১১ আগস্ট যৌতুক না পেয়ে স্ত্রী রানী বেগমকে কাঠের খাটিয়া দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন মোস্তাফিজুর। পরবর্তীতে ওই আঘাতেই রানী বেগমের মৃত্যু হয়।

 

ঘটনার পর নিহতের বাবা আনিছুর রহমান নিয়ামতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্ত মোস্তাফিজুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন