দেশের নতুন ও উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য 'স্টার্টআপ ফান্ড' সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় ব্যাংক ঋণ দেওয়ার পরিবর্তে সরাসরি কোম্পানিতে বিনিয়োগ করা হবে। এজন্য একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করা হচ্ছে।
মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠক শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন এই তথ্য জানান। তিনি বলেন, ‘নতুন এই উদ্যোগের আওতায় মোট সাড়ে ৬শ কোটি টাকার একটি তহবিল গঠন করা হচ্ছে, যার মধ্যে বাংলাদেশ ব্যাংক একাই দেবে ৫শ কোটি টাকা। এই তহবিলের মাধ্যমে নতুন উদ্যোক্তারা তাদের ব্যবসার প্রসারে প্রয়োজনীয় মূলধন সহায়তা পাবেন, যা দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।’
ডিবিসি/পিআরএএন