ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে নতুন করে কেউ যদি ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তবে জনগণ বিন্দুমাত্র দেরি না করে তাদের যথাযথ জবাব দেবে।
শুক্রবার (১২ই ডিসেম্বর) বিকেলে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান জামায়াত আমীর। সেখানে চিকিৎসাধীন হাদির খোঁজখবর নেয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, কাউকে বাংলাদেশে নোংরামি করার সুযোগ দেওয়া হবে না। মনে রাখতে হবে, বাংলাদেশের মাটি কারও বাপ-দাদার জমিদারি নয়; এটি দেশের ১৮ কোটি মানুষের সম্পদ।
তিনি বলেন, যেই কাপুরুষেরা এই হত্যাচেষ্টা ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে সরকারের কোনো ধরনের শৈথিল্য বা ঢিলেমি বরদাশত করা হবে না। সরকার যেন তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করে, আমরা সেটাই দেখতে চাই।
গুলিবিদ্ধ হাদির শারীরিক অবস্থা প্রসঙ্গে জামায়াত আমির জানান, তিনি চিকিৎসক এবং হাদির ভাই-বোনের সঙ্গে কথা বলেছেন। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন (ক্রিটিক্যাল) এবং তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
এ ঘটনায় নিজের স্তম্ভিত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, এই জাতি কোনো গুলিকে পরোয়া করে না এবং ইনশাআল্লাহ আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। মেসেজ ভেরি ক্লিয়ার।
তিনি আরও বলেন, আমরা শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং তিনি যেন আবারও রাজপথে মুক্তির লড়াইয়ে শরিক হতে পারেন, সেই দোয়া করছি।
ডিবিসি/এএমটি