বাংলাদেশ

নতুন ফ্যাসিবাদের উত্থান বন্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি: গোলাম পরওয়ার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ০১:১৫:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১লা আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক জাতীয় সেমিনারে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই মন্তব্য করেন।

 

'জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়' শীর্ষক এই সেমিনার ও '২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা' বইয়ের ইংরেজি এবং আরবি সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জামায়াত।

 

অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বলেন, “চব্বিশের জানুয়ারি থেকেই তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হতে থাকে এবং জুন মাস থেকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে।”

 

তিনি জুলাই মাসের অর্জনকে টেকসই করার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

গোলাম পরওয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি।”

 

তিনি আরও বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে এক সচেতন ও সজাগ জনগোষ্ঠী তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে চায় এবং সেই লক্ষ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন