চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন থেকে একটি নতুন বহুমেরু বিশ্বব্যবস্থার ডাক দিয়েছেন, যেখানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকরা এটিকে বিশ্ব শাসন ব্যবস্থায় মার্কিন নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে শি জিনপিং ‘মেগা-স্কেল মার্কেট’ ধারণার ওপর ভিত্তি করে একটি নতুন বৈশ্বিক অর্থনৈতিক ও নিরাপত্তা কাঠামোর রূপরেখা দেন। তিনি বলেন, ‘আমাদের উচিত বিশ্বের সমতা ও শৃঙ্খলাপূর্ণ অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে অবস্থান গ্রহণ করা এবং আরও ন্যায়সঙ্গত বৈশ্বিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।’
তিনি এসসিও দেশগুলোকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে যৌথ সহযোগিতার আহ্বান জানান।
শি জিনপিংয়ের এই আহ্বানকে সম্পূর্ণরূপে সমর্থন করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এটি সমতার ভিত্তিতে নির্মিত একটি বহুপাক্ষিক কাঠামো হবে যা ইউরেশিয়া জুড়ে সহযোগিতা ও পারস্পরিক আস্থা শক্তিশালী করবে।
সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সংযোগ বৃদ্ধি এবং পারস্পরিক বিশ্বাস ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও বৈশ্বিক বহুপাক্ষিক সহযোগিতায় চীনের ভূমিকার প্রশংসা করেছেন। বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বের ক্ষমতার কেন্দ্র এখন পূর্বের দিকে সরে আসার স্পষ্ট বার্তা দেওয়া হলো।
ডিবিসি/এনএসএফ