শিক্ষা

নতুন বেতন কাঠামো সংক্রান্ত পে কমিশনের প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে : ড. সালেহউদ্দিন

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে গঠিত পে কমিশন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। তিনি বলেন, পে কমিশনের প্রতিবেদনে থাকা সম্ভাব্য সুপারিশগুলো প্রথমে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘প্রতিবেদন জমা দেওয়ার পর বিভিন্ন কমিটি তা পরীক্ষা-নিরীক্ষা করবে, এরপরই বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

তিনি আরও বলেন, যাচাই-বাছাই ও পর্যালোচনার এই প্রক্রিয়ায় সাধারণত তিন থেকে চার মাস সময় লাগে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হতে কিছুটা সময় লাগবে। অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, পে কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীরা সন্তুষ্ট হবেন। কারণ কমিশনের সদস্যরা সরকারি কর্মচারীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তাদের প্রস্তাব প্রস্তুত করেছেন।

 

বেতন বৃদ্ধি বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন বলেন, এতে কোনো বিরূপ প্রভাব পড়বে না। তিনি বলেন, ‘সরকার সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে,’ যা বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেতন বৃদ্ধি কোনো নির্বাচনী প্রভাব ফেলবে কি না-এমন প্রশ্ন নাকচ করে দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এ বিষয়টির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন