আন্তর্জাতিক

ফ্রান্সে নতুন রক্তের গ্রুপের সন্ধান, পৃথিবীতে যা আছে মাত্র একজনের দেহে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই জুলাই ২০২৫ ০৯:৪৮:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফরাসি বিজ্ঞানীরা পৃথিবীতে প্রথমবারের মতো এমন এক নতুন রক্ত গ্রুপের সন্ধান পেয়েছেন, যা এখন পর্যন্ত মাত্র একজন জীবিত নারীর দেহে পাওয়া গেছে। 'গোয়াদা নেগেটিভ' (Gwada negative) নামের এই বিরল রক্ত গ্রুপটি গুয়াদেলুপের এক ৬৮ বছর বয়সী নারীর দেহে শনাক্ত করা হয়েছে।

এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত বিশ্বের ৪৮তম রক্ত গ্রুপ সিস্টেম।

 

গবেষকরা জানিয়েছেন, এই নারীর রক্তে এক বিশেষ জেনেটিক মিউটেশন বা জিনগত পরিবর্তন রয়েছে, যার কারণে পরিচিত সব ধরনের রক্তদাতার রক্তই তার শরীর প্রত্যাখ্যান করে। এর অর্থ হলো, প্রয়োজনে তিনি নিজের রক্ত ছাড়া আর কারও রক্ত গ্রহণ করতে পারবেন না।

 

বিষয়টি প্রথম নজরে আসে ২০১১ সালে, যখন ওই নারী প্যারিসে একটি অপারেশনের জন্য রক্ত পরীক্ষা করাচ্ছিলেন। তখন চিকিৎসকরা অবাক হয়ে দেখেন যে, তার রক্ত পরিচিত সব ধরনের রক্তের সঙ্গেই প্রতিক্রিয়া করছে। এরপর দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা এই নতুন রক্ত গ্রুপের রহস্য উন্মোচন করেন।

 

গবেষণার নেতৃত্ব দিয়েছেন ফরাসি জীববিজ্ঞানী থিয়েরি পেরার্ড। মিলানে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন (ISBT) কংগ্রেসে এই আবিষ্কারের কথা ঘোষণা করা হয়। থিয়েরি পেরার্ড বলেন, "আমরা এমন কিছু আগে কখনো দেখিনি। তিনিই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি কেবল নিজের সঙ্গেই খাপ খাওয়াতে পারেন।"

 

ফ্রান্সের জাতীয় রক্ত সংস্থা (EFS) এই আবিষ্কারটি করেছে। বিজ্ঞানীরা এখন ক্যারিবীয় অঞ্চলে এই বিরল রক্ত গ্রুপের অন্য কোনো বাহক আছেন কিনা, তার সন্ধান করছেন।

 

তথ্যসূত্র দা ইকোনমিক টাইমস

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন