শিক্ষা

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল নটর ডেম বিশ্ববিদ্যালয়

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জমকালো আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)। শনিবার (১১ জানুয়ারি) ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্প্রি- ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় তাদের সঙ্গে অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ও ‘পঞ্চব্রীহি’ ধান আবিষ্কারক ড. আবেদ চৌধুরী। রবার্ট ফ্রস্টের বিখ্যাত লাইন ‘The woods are lovely, dark, and deep; But I have promises to keep; And miles to go before I sleep’  উদ্ধৃত ড. আবেদ শিক্ষার্থীদের নতুন ও সৃষ্টিশীল পথে এগিয়ে যাওয়ার কথা বলেন। তিনি নিজের উদাহরণ তুলে ধরে জানান কীভাবে ব্যতিক্রমী পথে চলার মাধ্যমে ‘পঞ্চব্রীহি’ ধানের উদ্ভাবন হয়েছে, যা কৃষকদের বছরে পাঁচবার ফসল কাটার সুযোগ দেয়। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিশ্বকে বদলাতে চাইলে কিংবা নতুন পৃথিবী গড়ে তুলতে চাইলে তোমাদের অনন্য ও ব্যতিক্রমী পথ বেছে নিতে হবে।’

 

এতে উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি। তিনি বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি তুলে ধরে শিক্ষার্থীদের অনন্য পথে এগিয়ে নিতে এনডিইউবি-র অঙ্গীকারের কথা উল্লেখ করেন। প্রো-ভাইস চ্যান্সেলর ড. ফাদার চার্লস বি.গর্ডন, সিএসসি এবং ট্রেজারার ড. ফাদার সুবাস আদম পেরেরা, সিএসসি শিক্ষার্থীদের নতুনকে জানা ও জ্ঞানের প্রতি ক্ষুধার্ত থাকার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে পাবলিক রিলেশনস অফিস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, অর্জন ও সাফল্য নিয়ে তৈরি ডকুমেন্টারি প্রদর্শন করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের পরিচয় করিয়ে দেন ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি। পরে ডেপুটি এক্সাম কন্ট্রোলার ফাদার বাধন হিলারিয়াস রোজারিও, সিএসসি শিক্ষার্থীদের প্রশাসনিক দপ্তরসমূহের সঙ্গে পরিচয় করান।

 

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মেহেরুন ইসলাম পায়েল এনডিইউবির অভিজ্ঞতা তুলে ধরেন। এতে নবীন শিক্ষার্থী হিসেবে নিজের অনুভূতির কথা তুলে ধরেন ভ্যালেন্টিয়া এলিনা বিশ্বাস। এছাড়া ডেপুটি প্রক্টর স্ট্যানলি পিউস রোজারিও এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর ডেপুটি ডিরেক্টর সিস্টার সাগরিকা মারীয়া গমেজ, সিএসসি যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা এবং ক্লাব কার্যক্রম উপস্থাপন করেন। -বিজ্ঞপ্তি

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন