নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে স্থানীয় একদল সন্ত্রাসীর হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চাঁদা দাবিকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
ঘটনা থেকে জানা গেছে, ড্রিম হলিডে পার্কে ক্র্যাবের বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। পার্কের সামনে মহাসড়কের পাশে বাস পার্কিং করাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবক সাংবাদিকদের কাছে টাকা দাবি করে। সাংবাদিকরা এই অন্যায্য দাবির প্রতিবাদ করলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেন এবং ক্র্যাবের স্টাফসহ বাসের চালক ও হেলপার আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মাধবদীর স্থানীয় হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলায় জড়িত সন্দেহে ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/তুবা