বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে দাফনের ৬ মাস পর সাবেক পৌর কমিশনারের মরদেহ উত্তোলন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৬ই মে ২০২৫ ০৪:৪৪:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর মাধবদীতে দাফনের প্রায় ৬ মাস পর সাবেক পৌর কমিশনার মোবারক হোসেনের মরদেহ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (৬ই মে) দুপুরে মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য আদালতের নির্দেশে মরদেহ তোলা হয়। মোবারক হোসেন পৌর এলাকার গাংপাড় এলাকার মৃত তালেব হোসেন এর মেজো ছেলে।

নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে এ মরদেহ উত্তোলন করা হয়। এসময় মোবারক হোসেন এর পরিবারের লোকজন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নিহতের স্বজনরা জানান, গত (২২শে মার্চ) শনিবার সকালে কবরস্থানে মোবারক হোসেনের কবর ঢেকে রাখা লোহার মাচা ও মাটি সরানো অবস্থায় দেখতে পায় স্বজনরা। এসময় খোঁড়া কবর থেকে একটি বোতল, আগুনে পোড়া কাপড়, পোড়া কাঠসহ বিভিন্ন আলামত দেখতে পান তারা। এতে সন্দেহ হলে মৃত মোবারক হোসেনের ছেলে আবির হোসেন মাধবদী থানায় সারাধণ ডায়েরী করেন। পুলিশ তদন্ত করার পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত কবর হতে মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশে দেন। নির্দেশনা অনুযায়ী মরদেহ  উত্তোলন করা হয়।

 

প্রায় ৬ মাস আগে হঠাৎ স্ট্রোক করে কমিশনার মোবারকের মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু ভেবে মরদেহ দাফন করে পরিবারের সদস্যরা। পরে বিভিন্ন আলামত ও সন্দেহর দেখা দিলে পুলিশের শরণাপন্ন হয় পরিবার।
 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন