বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে বিয়ে বাড়িতে খাওয়া কম হওয়ায় মারামারি,আহত ১০

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২১শে মে ২০২২ ০৯:২৪:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদী রায়পুরার বিয়ে বাড়িতে বড় পক্ষের লোকজনকে খাবার কম দেয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কন্যাপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার রায়পুরা উপজেলার হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাগে ক্ষোভে আত্মহত্যার চেষ্টা চালায় বিয়ের কনে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রায়পুরার মুসাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের সাথে একই উপজেলার মাহমুদপুর গ্রামের আতাউর মিয়ার ছেলের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরেই দুই পরিবারের সম্মতিতে শুক্রবার তাদের বিয়ের দিন ধার্য করা হয়।

দুপুরের পর বরযাত্রী আসলে খাওয়া-দাওয়া শুরু হয়।
এসময় বরপক্ষের লোকজনকে খাবার কম দেয়ায় বরের বাবা রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়। এরপর তিনি খাবার ভর্তি প্লেট ফেলে দেয়। এই ঘটনায় দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। পরে দুপক্ষের মধ্যে সমঝতা না হওয়ায় বিয়ে না করেই ফিরে যান বর। ওই সময় বিয়ে সম্পন্ন না করেই বরসহ বরযাত্রীরা ফিরে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন কনে।

রায়পুরা থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, বরপক্ষকে খাবার কম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

আরও পড়ুন