জেলার সংবাদ

নরসিংদীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে জুলাই ২০২৩ ০১:১৪:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর শিবপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) রাতে উপজেলার ধানুয়া কাজীবাড়ী এলাকা থেকে অভিযুক্ত খোকন মিয়াকে (৫৩) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খোকন মিয়া উপজেলার তেলিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

মামলার এজাহারে জানা যায়, পাষণ্ড খোকন তার নিজের ১৬ বছরের মেয়েকে আনুমানিক এক মাস আগে রাতে সবাই ঘুমিয়ে পড়লে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীকে এই বিষয়ে কাওকে না বলার জন্য নানা ভয়ভীতি দেখায়। গত বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগী খাটের উপরে একা ঘুমিয়ে ছিল। খোকন ও তার স্ত্রী সবসময় নীচে বিছানা করে ঘুমাতো।

 

স্ত্রী ঘুমিয়ে যাওয়ার পর পূর্বের মতো মেয়েকে ধর্ষণ করতে গেলে মেয়ে চেঁচামেচি শুরু করে। এতে খোকনের স্ত্রী ঘুম থেকে জেগে উঠলে সে ঘর থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী তার মাকে আগের ধর্ষণের ঘটনাসহ ঘটনার বিবরন জানায়। বিষয়টি জানাজানি হলে মেয়ের মা নার্গীস বাদী হয়ে শিবপুর মডেল থানায় স্বামীর নামে মামলা দায়ের করে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা শিকার করে বলেন, ভুক্তভোগীকে মেডিক্যাল রিপোর্টের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবিসি/কেএমএল

আরও পড়ুন