বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই আগস্ট ২০২৪ ০৫:০৮:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর রায়পুরায় মো. মনিরুজ্জামান মনির (৪০) নামে এক সাংবাদিকে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৩ই আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের শ্রীরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মনিরুজ্জামান মনির দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি। তিনি রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্বে রয়েছেন।


জানা যায়, দুপুরে মনির শ্রীরামপুর বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা পরিষদে ফিরছিলেন। এসময় শ্রীরামপুর বাজারের পাশে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এসময় মনির আত্মরক্ষার জন্য একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাতে-পায়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান।


এ ঘটনায় থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনা বিহিনীর সদস্যরা।


ডিবিসি/এমজেড

আরও পড়ুন