বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে সোনার বাংলা সমবায় মার্কেটে আগুন, ৭ দোকান পুড়ে ছাই

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৬ই আগস্ট ২০২৫ ১০:০৪:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর মাধবদীতে অবস্থিত সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জুতা, ইলেক্ট্রনিকস এবং মুদিসহ অন্তত ৭টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং একই সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

 

এ বিষয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, সকাল ৭টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাধবদী ও নরসিংদী থেকে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরও বলেন, "দ্রুত পদক্ষেপের কারণে বাজারের শত শত দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।"

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন