বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে হাসপাতাল থেকে নবজাতক চুরির ১২ ঘন্টা পর উদ্ধার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ১১ই আগস্ট ২০২৫ ১২:৪৪:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার ১২ ঘন্টা পর একদিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে রায়পুরা উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এসময় ফাতেমা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।

 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নবজাতক চুরির পর হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নবজাতক উদ্ধার ও অভিযুক্তকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। 

 

গোপন তথ্যের ভিত্তিতে রাতে রাজাবাড়ি গ্রামের ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে রাতেই নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে চুরিতে অভিযুক্ত ফাতেমা বেগমের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 

রবিবার দুপুর ২টার দিকে নরসিংদী শহরের বাসাইলস্থ ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে নবজাতক চুরির ঘটনা ঘটে।

 

ওই নবজাতক জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার সিএনজি চালক শরীফ মিয়া দম্পতির। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে।

 

স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শরীফ মিয়ার স্ত্রী মিথিলা গত শনিবার ( ৯ই অগাস্ট) বিকালে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। রবিবার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন