নর্থ সাউথ ইউনিভার্সিটি’র (NSU) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ইউজিসি’র (UGC) অধীনে, উচ্চ শিক্ষার অগ্রগতি ও রূপান্তর (HEAT) প্রকল্পে যৌথভাবে কাজ করতে একটি সমঝোতা স্মারক (MoU) সই এবং একটি দীর্ঘমেয়াদী ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশীপ প্রতিষ্ঠা করেছে।
সমঝোতা স্মারকটি NSU ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়। এতে NSU’র সম্মানিত উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. এবাদুল করিম স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে NSU’র প্রো-ভিসি (আইসি), ফ্যাকাল্টি সদস্য, গবেষক এবং উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই কৌশলগত অংশীদারিত্ব, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এবং শিক্ষার্থীদের ও গবেষকদের জন্য ব্যবহারিক, শিল্প-নির্দেশিত প্রকল্পে জড়িত হওয়ার সুযোগ তৈরি করবে।
HEAT প্রকল্পের অধীনে, NSU ও বিকন ফার্মাসিউটিক্যালস যৌথভাবে গবেষণা এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগে কাজ করবে যা বাংলাদেশের উচ্চ শিক্ষা এবং প্রযুক্তিগত অগ্রগতির জাতীয় লক্ষ্যসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ।
অনুষ্ঠানে NSU এর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী এই অংশীদারিত্বের গুরুত্ব সম্পর্কে জোর দিয়ে বলেন, “এই সমঝোতা স্মারকটি একাডেমিয়া এবং শিল্পের মধ্যে সেতুবন্ধনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিকন ফার্মাসিউটিক্যালস-এর সাথে সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষার অভিজ্ঞতা প্রদান করতে এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সর্বাধুনিক গবেষণায় অবদান রাখতে চাই।”
বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. এবাদুল করিম ও এই সহযোগিতার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে আমরা উদ্ভাবন ও গবেষণার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্ব NSU’র সাথে শুধুমাত্র দক্ষতা উন্নয়নেই সহায়তা করবে না; বরং ফার্মাসিউটিক্যাল শিল্পের যুগান্তকারী গবেষণার পথও সৃষ্টি করবে।”
ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. হোসেন শরিয়ার বলেন, “এই সহযোগিতা ফার্মাসিউটিক্যাল গবেষণা, ওষুধ উন্নয়ন ও গুনগতমান নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়াদির ওপর জোর দেবে যাতে স্বাস্থ্যসেবা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।”
HEAT প্রকল্পের পাশাপাশি, সমঝোতা স্মারকটি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার জন্য একটি বিস্তৃত কাঠামো স্থাপন করে। এই অংশীদারিত্বের মাধ্যমে NSU’র শিক্ষার্থী ও ফ্যাকাল্টি সদস্যরা বিকন ফার্মাসিউটিক্যালস এ ইন্টার্নশিপ, যৌথ গবেষণা সুযোগ এবং পেশাদার প্রশিক্ষণ কর্মসূচি লাভ করবে। এই পারস্পরিক সহযোগিতা জ্ঞান বিনিময়, প্রযুক্তি স্থানান্তর, এবং দক্ষতা উন্নয়ন উদ্যোগকে সহজতর করবে, শিক্ষার্থীদের ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যসেবা শিল্পের ক্রমবর্ধমান চাহিদার জন্য প্রস্তুত করবে।
এই সমঝোতা স্মারকটি শিক্ষার্থী, গবেষক এবং শিল্প পেশাজীবীদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল গবেষণা ও উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখবে আশা সংশ্লিষ্টদের।
ডিবিসি/মাকসুস